হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল ও সদস্য জুয়েল চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান, সিনিয়র সাংবাদিক রহমত আলী, ফয়ছল চৌধুরী।
এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিম, যুগ্ম সম্পাদক এমএ আর শায়েল, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডাঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সুশীল দাশ, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাংবাদিক ফোরাম সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান টিপু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সাদি, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুনুর রশিদ, জেলা সাংবাদিক ফোরাম সদস্য ডাঃ এমএ জলিল, সিরাজুল ইসলাম জীবন, এম সজলু, শাহ কামাল সাগর, শাহ আলম, জাহেদ আলী মামুন, সহিবুর রহমান, মীর জামাল, আব্দুল হান্নান, রাহিম আহমেদ, তানভীর হোসেন, জুনায়েদ আহমেদ, দেওয়ান সজল, সেলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে তিন সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে দায়েরকৃত যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।