নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার করোনা ভাইরাসে (কোভিড- ১৯) আক্রান্ত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তথ্যটি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেন রিছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ ইউএনও’র নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।
ইউএন অফিস সূত্রে জানা যায়, ‘করোনা ও বন্যা মোকাবিলায় প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে করতে হয়েছে।
এ সময় খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে তাকে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন।
তিনি বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবন করছেন।