নিজস্ব প্রতিবেদকঃ
সিআরপির অনুদান সংস্হা ভিলারী টেইলর ট্রাস্ট( VTT Trust UK) ইউকের ট্রেজারার নির্বাচিত হয়েছেন সংগঠনটির অন্যতম ট্রাস্টি ও তরুন সংগঠক একাউন্টেন্ট ছায়েদুল খালেদ ।
গতকাল শনিবার লন্ডন সময় বেলা ২ ঘটিকায় জুমের মাধ্যমে এজিএম অনুষ্টিত হয় । সিআরপির প্রতিষ্টাতা সিষ্টার ভেলারী টেইলর প্রধান অতিথি ও সিআরপির সিইও শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ।
সংগঠনটির চেয়ারম্যান বেন ক্লার্কসনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পিটার ডনলী এবং ট্রাস্টি হেলেন মেরিটাইমের যৌথ পরিচালনায় সংগঠনের সদস্যরা যুমের মাধ্যমে অনুষ্টিত সভাটি খুবই প্রাণবন্ত করে তুলেন ।
এজিএম অনুষ্টানে মিস্টার বেন ক্লার্কসন চেয়ারম্যান , মিষ্টার পিটার ডনলী সাধারন সম্পাদক ও একাউন্টেন্ট ছায়েদুল খালেদ ট্রেজারার পুন:নির্বাচিত হন ।