মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড নবীগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা ৪ দিনেও মেরামত করা সম্ভব হয়নি। তবে গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টা থেকে ৪ দিন অন্ধকারে থাকার পর গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪ টার দিকে বিকল্প ব্যবস্থায় শুধুমাত্র নবীগঞ্জ পৌর শহরকে বিদ্যুতায়ন করা হয়েছে।
গ্রামাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা কবে লাগাত দেয়া হবে তা এখনও অনিশ্চিত রয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানাগেছে। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে নবীগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরুধ করেছেন। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকা অন্ধকারে ভুতরে পরিবেশের সৃষ্টি হয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।