নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে আয়শা বেগম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
শনিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে তার মামার বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোরী।
স্হানীয় সুত্রে জানাযায়, উপজেলার ছোট ভাকৈর গ্রামের মৃত ফুল মিয়ার মেয়ে আয়শা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানসিক রোগের কারনে আত্মহত্যা করেছে ওই কিশোরী।
শনিবার সকাল ১১ টার দিকে একই গ্রামের তার মামা আব্দুল মজিদ কালা মিয়ার বাড়িতে আয়েশা বেগমের রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে দীর্ঘ সময় ডাকাডাকি করেন আয়শার মামাতো ভাই। কোন সারা শব্দ না পেয়ে ঘরের চালের উপরে উঠে দেখতে পান আয়শা বেগম ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝুলে রয়েছে। সাথে সাথে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে কাজির বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ।