নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রোডস্থ সালামত পুর নামক স্থান থেকে হালিতলা গ্রামের মো. খালেদ (৩০) নামের এক ব্যক্তিকে ৪’শ পিস ইয়াবসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ১০ টায় তাকে সালামপুর থেকে গ্রেপ্তার করা হয়।
নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের নছর উদ্দিনের পুত্র খালেদ কে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র নেতৃত্বে একদল কর্মকর্তা অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবাসহ খালেদ কে গ্রেপ্তার করেন। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
খালেদ’র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান।