নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের ১৫ জেলায় কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে এ ঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত সতর্ক বার্তায় জানানো হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড় হবে। ঝড়ের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় মানুষকে সতর্ক করা হয়েছে।
এসব এলাকায় অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এবং কোথাও কোথাও আরো অধিক বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে।