নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ইহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) ২০১৩ এর ৪ ধারা অমান্য করায় আজমিরীগঞ্জ বাজারের রাদী স্টোরকে ৩ হাজার টাকা, সরুপ চক্রবর্তীকে ৩ হাজার টাকা, প্রদীপ স্টোরকে ৩ হাজার টাকা, হরিপদ রায় স্টোরকে ৩হাজা টাকা অর্থদন্ড করা হয়।
৪ প্রতিষ্টানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারহান লিয়াকত অনিক, স্যানেটারী ইন্সপেকটর আমজাদ হোসেন।
অভিযানে এস.আই বিদ্যুত কুমারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।