নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের উপর উপর থেকে ফেন্সেডিল ও বিদেশী মদসহ এক জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে এগারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল র্যাব ৯ স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীর এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের উপর হতে ৪৯ বোতল ফেন্সিডিল ও ২১ বোতল বিদেশী মদসহ বি বাড়িয়া জেলার বিজয়নগর থানার মিরাশনি গ্রামের মৃত মালু চেীধুরীর ছেলে এনামুল হক (২৩)কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য ৫৪ হাজার আটশত টাকা বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।