নবীগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার উপড় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত নিন্দা ও প্রতিবাদ সভায় জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এবং তাঁর সন্তান ঘোরাঘাটের ইউএন ওয়াহিদা খানমের উপর হত্যার উদ্দেশ্যে এমন বর্বরোচিত আক্রমণের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ নবীগঞ্জ এবং উপজেলার সকল কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনসহ উপজেলার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।