আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া বা পূর্ব নির্ধারিত ভাড়ায় না ফিরে যাওয়ায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি সিএনজিকে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার( ৭ সেপ্টেম্বর) নবীগঞ্জ পৌরসভার শেরপুর রোড হতে হবিগঞ্জ রোডের বিভিন্ন পয়েন্টে ও সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।
সরকারের নির্দেশনা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আজ মঙ্গলবার থেকে প্রয়োজনে যানবাহন আটক করা হতে পারে বলে জানাগেছে।