নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ কবির মিয়া (৪৮) নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কবির মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার পুত্র ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই লোকেশ চন্দ্র দাশ ও এএসআই আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফাদুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এএসআই লোকেশ চন্দ্র দাশ জানান, ধৃত কবির নবীগঞ্জ থানায় একটি সিআর ১২/২০ মামলায় দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।