নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও দগ্ধদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এ দাবি জানান।
ব্যারিস্টার সুমন বলেন, তদন্ত কমিটি গঠন করে কী হবে? ১০ থেকে ১৫টি তদন্ত কমিটি গঠন করে কিছু হবে না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
তিনি বলেন, নিহত ও দগ্ধদের ক্ষতিপূরণ দিতে হব। সেসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।