চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী আব্দুল হান্নান ওরফে মুহিব মাস্টার আর নেই।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার সাটিয়াজুরী( কাজী বাড়ি)গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি সকলের কাছে কাজী স্যার নামে পরিচিত ছিলেন।
মৃত্যকালে তিনি এক ছেলে,দুই মেয়ে নাতী নাতনী,ছাত্রছাত্রী, আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়ীতে অনুষ্টিত হয়।পরে তাকে পারিবারিক কবর স্তানে দাপন করা হয়েছে।
জানাযা নামাজে অংশ গ্রহন করেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহিদ,এপিপি এডঃ সৈয়দ আফজল আলী দুদু,আওয়ামীলীগ নেতা আব্দাদুর রহমান আব্দাল,জেলা সেচ্ছাসেবক দলের সেক্রেটারী সৈয়দ মুশফিক আহমেদ,এডঃ মোঃ আব্দুল হাই,চুনারুঘাট প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুন ইসলাম,চুনারুঘাট রির্পোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ,চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন,সেক্রেটারী শেখ হারুনুর রশিদ,বাহুবল মডেল প্রেস ক্লাব সেক্রেটারী এম,শামছুদ্দিন,এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্ছু, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহবাহক সৈয়দ আবু নাঈম হালিম প্রমুখ।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান মিলাদ গাজী,সাবেক সংসদ সদস্য ও বিএনপি জেলা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল,চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, হবিগঞ্জের সাবেক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ,চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু,ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ,চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক,জেলা সাংবাদিক ফোরাম,চুনারুঘাট প্রেস ক্লাব,চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি,চুনারুঘাট সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।