নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলা ওয়াশ’ করায় হবিগঞ্জে আনন্দ মিছিল করেছে টাইগার সমর্থকরা।
বুধবার রাতে শহরে মিছিল বের করে ক্রিকেট সমর্থকরা। এ সময় সমর্থকদের হাতে ‘বাংলা ওয়াশ’লেখা ব্যানার দেখা যায়।
শহরের বৃন্দাবন কলেজ হোস্টেল থেকে শুরু হওয়া এই আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সময় ক্রিকেট সমর্থকরা ‘বাংলাদেশ বাংলাদেশ’স্লোগান দিয়ে প্রধান সড়ক মুখরিত করে রাখে।
এ সময় সড়কের দুই পাশের পথযাত্রী ও ব্যবসায়ীরা মিছিলকারীদের হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।
মিছিলে অংশ নেন- সাংবাদিক আব্দুল হালীম, জিয়া উদ্দিন দুলাল, নজরুল ইসলাম, ফয়সাল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এম সজলু, মোখলেসুর রহমান, আলমগীর হোসেন, বাবুল মিয়া, জালাল আহমেদ প্রমুখ।