চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নব নির্বাচিত বিএনপির দুই নেতাকে বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় দুর্গাপুর বাজারে নব-নির্বাচিত উবাহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মালেক ও সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদারকে এ সংবর্ধনা দিয়েছেন ওই এলাকার প্রবাসীগণ।
সংবর্ধনা পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- প্রবীন বিএনপি নেতা আলহাজ্ব আঃ ছাত্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত ব্যক্তি নব-নির্বাচিত উবাহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উবাহাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার ও সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আঃ জলিল মেম্বার।
এতে বক্তব্য রাখেন- উবাহাটা বিএনপি নেতা মোঃ আরজু মিয়া, আইয়ুব আলী, মোঃ ফজলুল হক, উবাহাটা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল উদ্দীন, মীরপুর আলিফ সোবহান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, মহিউদ্দীন, হাজী জয়নাল মিয়া, মোঃ সায়েদ মিয়া, ফুল মিয়া, মালেক মিয়া, ফারুক মাষ্টার, মাসুক মিয়া, আঃ মনাফ, আফরাজ আলী রেজবী, মঞ্জিল হাসান সোহাগ, তৌহিদুর রহমান প্রমুখ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন- আব্দুল বাছির, কাছম আলী, এস এম মিজানুর রহমান, জুয়েল জমাদার, এ এন মুন্না, রুহুল আমিন, মাসুক মিয়া।
প্রসঙ্গত, গত ২৬আগস্ট বিএনপির চুনারুঘাট উপজেলা শাখার উবাহাটা ইউনিয়নের নির্বাচনে তারা নির্বাচিত হন।