নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও সৈয়দা শামসাদ বেগমের নেতৃত্বে যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে আলমগীর হোসেনের নেতৃত্বে চৌধুরী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সুমন স্টোরকে ৪ কেজি অবৈধ পলিথিন রাখার দায়ে ৪ হাজার, মুন্সি এন্ড সন্সকে একই অভিযোগে ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অন্যদিকে একই সময় হবিগঞ্জের আদালতপাড়ায় ধূমপায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম। প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১ আইনজীবিসহ ১৫ জনকে ৫০ টাকা হারে ১ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর এসআই মামুনসহ একদল পুলিশ। ম্যাজিস্ট্রেট জানান, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।