মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বি-বাড়িয়া থেকে চুরি হওয়া সিএনজি বানিয়াচং থেকে উদ্ধার, গ্রেফতার ১

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

আকিকুর রহমান রুমনঃ-বি-বাড়িয়া জেলা সদর থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদর থেকে সিএনজিসহ এক চোরাকে গ্রেফতার করেছে বি-বাড়িয়া থানা পুলিশ।

৩১ আগষ্ট সোমবার দুপুরের দিকে সিএনজি চোরা ধনু’কে আদালতের মাধ্যমে বি-বাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

বি-বাড়িয়া জেলা সদর থেকে ২২আগষ্ট শনিবারে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় ৭ দিন পর ৩০আগষ্ট রবিবার বি-বাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন সিএনজি মালিক আব্দুলা মিয়া।
যাহার মামলা নং-৮০(৩০-০৮-২০২০ইং)।
মামলার এজাহার সূত্র ও বি-বাড়িয়া থানা পুলিশ সূত্রে জানাযায়,বি-বাড়িয়া জেলা সদরের উলচাপাড়া এলাকা হইতে গত ২২ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।
যাহার রেজিষ্ট্রেশন নাম্বার(বি-বাড়িয়া-থ-১১-৫২২৬)।

এই চুরির ঘটনায় বি-বাড়িয়া থানা ও জেলার বাসিন্দা সুহিলপুর পারুলিয়া পাড়ার মোঃইয়াকুব আলীর পুত্র আব্দুলা মিয়া চুরির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বি-বাড়িয়া সদর থানায়।
বি-বাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সেলিম উদ্দিন বদলী হওয়ায়-তদন্ত(ওসি)মোহাম্মদ শাহজাহান মিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি এই চুরির অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে তার থানার চৌকশ অফিসার হিসাবে পরিচিত এস,আই ধর্মজিৎ সিনহাকে।
মামলার আইও ধর্মজিৎ সিনহা এই দিন থেকেই তার নিজস্ব সৌর্স মারফতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন,চুরি হওয়া সিএনজিটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ভিতরে রয়েছে।
সিএনজিটি উদ্ধার করতে বি-বাড়িয়া জেলা থেকে তার সঙ্গীয় পৌর্স নিয়ে ৩০আগষ্ট রবিবার সকালে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা উপজেলায় অবস্থান নেন।

বানিয়াচং থানা পুলিশের সহযোগীতা নিয়ে এস,আই ধর্মজিৎ সিনহা দুপুর দেড়টার দিকে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পশ্চিম ইউপি’র মহব্বত খানির মোঃধনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজিটি উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে এই বাড়ির মালিক মৃত লতীফ আলীর ছেলে ধনু(৫৫)মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি রাত প্রায় ৯টার দিকে নিজ থানাতে পৌছান এবং রাত পর্যন্ত ধনুকে জিজ্ঞাসাবাদ করেন বলেও জানান।সিএনজি চুরির সম্পর্কে ধনু জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথা প্রদান করছে বলেও জানান তিনি।
আজ ৩১আগষ্ট সোমবার দুপুরের দিকে গ্রেফতারকৃত সিএনজি চোর ধনুকে আদলতের মাধ্যমে বি-বাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

১লা সেপ্টেম্বর মঙ্গলবার ধনুকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করবেন বলে জানান তিনি।
এসব চুরির ঘটনার পাছনে এবং এই সিএনজি চুরির সম্পর্কে এস,আই ধর্মজিৎ সিনহা বলেন,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সক্রিয় চোরা চক্রের সদস্যরা বি-বাড়িয়া থেকে সিএনজি চুরি করে নিয়ে গিয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় কম টাকার বিনিময়ে তাদের সদস্যদের কাছে বিক্রি করে আসে।এরকম সদস্য বানিয়াচং উপজেলায়ও রয়েছে বলেন।

বানিয়াচং থেকে সিএনজি চুরি করে এই সদস্যরা বি-বাড়িয়ায় কম টাকায় বিক্রি করে যাচ্ছে।এর পাছনে বি-বাড়িয়ার এক ব্যাক্তি গডফাদার হিসাবে কাজ করে যাচ্ছে বলেও এমন একজনের নাম শুনা যাচ্ছে।
তিনি আশাবাদী শীঘ্রই এই গডফাদারসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার করে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বি-বাড়িয়া জেলাকে এসব চোর মুক্ত করবেন।

এ বেপারে বি বাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়ার বক্তব্য নিতে রাত ব্যবহৃত মোবাইলে রাত ৯টা৫৩ মিনিটে মোঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়ে কোন প্রকার বক্তব্য প্রধান করেননি।তিনি বলেন তার থানায় এই মুহুর্তে একটি মার্ডার হয়েছে তিনি ব্যস্ত রয়েছেন।

এব্যাপারে এস,আই,ধর্মজিৎ সিনহা অথবা ডিউটি অফিসার নাঈমের সাথে যোগাযোগ করতে পারেন।

অন্য একটি সূত্রে জানাযায়,নতুন অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে বি-বাড়িয়ায় থানায় আব্দু রহীম আগামীকাল যোগদান দেয়ার কথা রয়েছে।
অন্যদিকে দীর্ঘ ৬ বছর পর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা উপজেলায় এস,আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে এমন একটি সফল অভিযান অপারেশন দেখে,বানিয়াচংয়ের অনেকেই এই ধর্মজিৎ সিনহাকে নিয়ে আলাপ,আলোচনা করতে শুনা যাচ্ছে।

খাট বাজার থেকে শুরু করে চায়ের ষ্টল,নরপতি’র সেলুন এমনকি উপজেলা রাজ নৈতিক নেতৃবৃন্দের গুল ঠেবিলে এমন আলাপ চারিতা ছিল থাকে নিয়ে।

উল্লেখ্য এই ধর্মজিৎ সিনহা বানিয়াচং থানায় ২০১১ইং সনে এ,এস,আই পদে যোগদান করে দীর্ঘ টানা সাড়ে তিনটি বছর দায়িত্ব পালন করছেন।
তিনি ন্যায়,নিতী,সততার সহীত অপরাধীদের সাথে আপোষহীন ভাবে চোর,ডাকাতসহ বিভিন্ন অপরাধীকে নির্মূল করতে সক্ষম হন।

এমনকি তিনি ২০১৪ইং সনে নবীগঞ্জ থানার ইনাথগন্জ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!