নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম এর ব্যক্তিগত প্রচেষ্টায় বাহুবল উপজেলার জয়পুরে অবস্হিত শ্রীশ্রী শচী অঙ্গন ধামের সীমানা প্রাচীর নির্মাণ ও সি,সি ক্যামেরা স্হাপনের শুভ উদ্ভোধন করা হয়েছে। ৩১ আগষ্ট দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ( বি পি এম,পি পি এম)।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বাবু শংকর পাল,সাহা ব্রাদার্সের সত্বাধীকারী বাবু পংকজ সাহা,মন্দির কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, ট্রাষ্টি সম্পাদক বাবু রনধীর চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ দাশ সাগর,
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি বাবু নিহার দেব, মন্দির কমিটির সদস্য বাবু মিহির দেব,পরিতোষ বণিক,অরুন দেব,রাজীব ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্রচার্য্য,দূর্জয় দেব,নিরেশ দেব, ভবেশ দেব,সহ স্হানীয় নেতৃবৃন্দ।