আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের কবলে উপজেলার দুই শতাধিক বাড়ি-ঘর, বোরু ধান ও রুপাইছড়া রাবার বাগান। ঝড়ের সময় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও রুপাইছড়া রাবার বাগানের অন্তত ৫ হাজার কষ গাছ উপড়ে ১ কোটি টাকা সহ দুই শতাধিক কাঁচা ঘর বাড়ি ও বোরু ধান সহ গাছগাছালী উপড়িয়ে গিয়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১.১০মিনিটে উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্নিঝড়ে এসব ক্ষতি দেখা দিয়েছে।
এব্যাপারে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অন্তত ২শতাধিক কাঁচা ঘর বাড়ি, মাদরাসা বিধ্বস্থ হওয়ার চিত্র পাওয়া গেছে। এছাড়া বুরু ফসল, সাক-সবজি, বাড়ি ঘরের গাছগাছালীর ব্যাপক ক্ষতি হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা চলছে।
এদিকে, উপজেলায় অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ণ কর্পোরেশন রুপাইছড়া রাবার বাগানে ঘূর্নিঝড়ে আকাশচুম্বি ক্ষতি সাধন হয়েছে। হাজার হাজার গাছ উপড়ে অন্তত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে বাগান ব্যবস্থাপক মফিজুল হক খান জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন, রাবার বাগানের জিএম শফি উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজিজুল হক সানু, হাফেজ আবু সালেহ, প্রশাসনিক হাবিবুর রহমান, মাঠ তত্বাবদায়ক মোঃ মমিন, ভান্ডার সহকারী অভিজিৎ কুমার ধর প্রমুখ।