নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর ইউপির পশ্চিম হলিমপুর গ্রামের স্বাধীনতার অকোতোভয় সৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ দাশ তালুকদার (৮০) আর নেই।
তিনি শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর ১ টার সময় সিলেটস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন রাত ৮টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন পুলিশ প্রশাসনের লোকজনসহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন এবং সরকারী সম্মাননাসহ নগদ ৯ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন। রাষ্ট্রীয় মর্যদা শেষে পারিবারিকভাবে তার অন্তেস্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ বাড়ীতে ভিড় জমান।
মুক্তিযোদ্ধা জগন্নাথ দাশের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডভেকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকট সুলতান মাহমুদ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।