নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগষ্ট রাত সাড়ে ১২ টার দিকে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডাদেশগুলো প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাহুবল, হবিগঞ্জ খৃষ্টফার হিমেল রিছিল