মোঃ জাকির হোসেন রুবেল : শেষ পর্যন্ত অনেক প্রতিক্ষার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন ধ্বংশের দ্বার উন্মোচিত হল। গত ২৬শে নভেম্বর বাংলাদেশ সেন্সর ছাড়পত্র পেল হিন্দি ছবি ওয়ান্টেড। সেন্সর ছাড়ের অপেক্ষায় আছে ডন-২, থ্রি ইডিয়টস, তারে জামিন পার সহ অসংখ্য ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু অসাধুদের চক্রান্ত। হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের হলগুলোতে চালালে আমাদের দেশীয় চলচ্চিত্র হুমকির মুখে পরার সম্ভাবনা শতভাগ। যদি কথা আসে সংস্কৃতি বিনিময়ের তখনো বাংলাদেশ বঞ্চিত। বাংলাদেশের কোনো চ্যানেল কখনো ভারতে সম্প্রচার করার অনুমতি পায়নি এবং হাতেগোনা কয়েকটি বাংলাদেশী ছবি শুধুই কলকাতায় মুক্তি দেয়া হয়েছে। অপরদিকে ভারতীয় ছবি সারা বাংলাদেশে মুক্তি দেয়া হয় এবং সকল হিন্দি চ্যানেল সম্প্রচার করা হচ্ছে। এটাই কি সংস্কৃতি বিনিময়? এই বিষয়টা হয়ে গেছে এরকম ‘ভারতীয়রা সব মানে কিন্তু তালগাছ তাদের’। যেখানে বাংলাদেশ এখন বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে সামনের দিকে হাটছে সেখানে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দিয়ে বাংলাদেশী চলচ্চিত্রকে ধ্বংশের দিকে ঠেলে দেয়া হচ্ছে যা খুবই উদ্যেগজনক। আর যদি বিনিময়ের কথা আসে তাহলে সেটা হতে হবে সমান সমান।
আমাদের সংস্কৃতি আমাদেরকেই রক্ষা করতে হবে তাই ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি দেয়ার বিপক্ষে সকলকে আওয়াজ তুলতে হবে।