ষ্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ষড়যন্ত্র করে মাদক ও দেশীয় অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবী করেছেন এলাকাবাসী আয়োজিত শত শত মানুষের মানব বন্ধনে বক্তারা।
বুধবার বিকালে স্থানীয় বড়বাজার শহীদ মিনারের সামনে শেখ মিলাদের পরিচালনায় ওই মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সেক্রেটারী আশশাফ চৌধুরী বাবু, ছাত্রলীগ নেতা লিমন মিয়া, মফিজুর রহমান নাবিল, রিপন খান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নজরুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা রোহান চৌধুরী, শেখ অনিক আহমেদ, সাদিক আলী উজ্জল প্রমুখ।
উপস্থিত ছিলেন পুরান তোপখানার মুরুব্বী মুছা উল্লা, আতাউর রহমান খান,আওয়ামীলীগ নেতা আছকির খান, হাবিব হোসেন, আমজাদ হোসেন খান,ইউছুফ মিয়া, জমির হোসেন, জামির মিয়া, হামিদনুরসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।