এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এক নারীবেশী পুরুষ প্রতারককে আটক করেছে সৌদি পুলিশ। সে সৌদি নারীদের ঐতিহ্যবাহী পোষাক আবাইয়া(বোরকা) পরে নারীদের যৌনহয়রানী করতো। ৩০ বছর বয়সী এ যুবকের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ দাযের করলে পুলিশ তৎপর হয়ে ওঠে।অভিযোগে বলা হয়, লোকটি জারানা মসজিদের বাথরুমে ঢুকে মহিলাদের সাথে বাজে আচরণ করতো।
নামাজ পড়ার সময় এক নারী আরেক নারীর সাথে যৌন হয়রানীর মতো আচরণ করছে এমন সন্দেহে পুলিশ তদন্তে নামে। পুলিশ নীরবে তাকে অনুসরণ করতে শুরু করে।মসজিদের বাইরে দাঁড়ানো একটি গাড়িতে চালকের আসনে বসার পর পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হয়।
কারণ সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষেধ।চালকের আসনে বসে সে তার আবাইয়া(বোরকা)খুলে ফেললে তার আসল চেহারা বেরিয়ে আসে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।