নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচঙ্গ থেকে ২ জোড়া প্রেমিক-প্রমিকা পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সাথে ফুর্তি-আমোদ করতে হবিগঞ্জ পৌর এলাকার দক্ষিন অনন্তপুর এলাকায় এসে অনৈতিক কাজের লিপ্ত অবস্থায় হবিগঞ্জ সদর থানা পুলিশ হাতে আটক।
আটককৃতরা হল, বানিয়াচঙ্গ উপজেলার টুপিয়াজুরী গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আবুল খায়ের (২৮) ও একই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র তৌহিদ মিয়া (২৭), এবং বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়ার জাহের আলীর কন্যা নাছিমা আক্তার (১৭), একই এলাকার ফাহিমা আক্তার (২৫) ।
বিশস্থ সূত্রে জানা যায়, শহরের দক্ষিণ অনন্তপুর এলাকায় এক লন্ডনী প্রবাসীর খালি বাসায় কেয়ারটেকার শের আলীর সহযোগিতায় আটককৃতরা মঙ্গলবার মধ্যরাতে অনৈতিক কাজে লিপ্ত হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর
থানা পুলিশ খবর পেয়ে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে।