হ্যাপি’র বিয়ে বৃহষ্পতিবার!আগামী ২৩ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন সময়ের আলোচিত নাজনীন আকতার হ্যাপি। এমনটাই জানালেন তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে।
মঙ্গলবার ১০টার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,”২৩ এপ্রিল আমার বিয়ে। অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে, গুলশান-১ এ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
যদিও তিনি পাত্রের নাম উল্লেখ করেননি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে চাউর হয়ে আসছে তার জীবনে নতুন সঙ্গী হিসেবে ডেড লাইনের পরিচালক ফাহিম ইসলামের নাম। ধারণা করা হচ্ছে পাত্র তিনিই।
অবশ্য এই স্ট্যাটাসেই আগের এডিশনে হ্যাপি লেখেন, সাত দিন পরে তারা বিয়ে করতে যাচ্ছেন। তাই আসল বিষয়টা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।