নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর ভায়া নোয়াগাঁও জয়নাবাদ মৌরীগ্রামের গ্রামীণ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) দুপুর ১২ ঘটিকায় ঐ সকল গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি বাহুবল সদর থেকে নোয়াগাঁও হয়ে মৌরী রাস্তার কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আঃ হাই।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব আনিসুর রহমান ভূইয়া, প্রকৌশলী জনাব আলফাজ উদ্দীন এবং উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী আনিসুর রহমান ভূইয়া বলেন, অতি শীগ্রই ৪২ মি. রাস্তার গার্ডার ব্রিজ কাজের বাস্তবায়ন করা হবে।