দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকেঃ
হবিগন্জের বানিয়াচংয়ে মাদক সেবনের অভিযোগে ২যুবকের ৬মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানাযায় শনিবার রাত সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের পুকড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান ও পশ্চিম পুকড়া গ্রামের গ্রামের কিতাব আলীর পুত্র রাজন মিয়াকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ এক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে এদেরকে আটক করা হয়।
পরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ রানা এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এই আইনে ৬ মাসের জেল প্রদান করেন।