নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি গ্রামে সোমবার রাতে চোরেরা হানা দিয়ে দুই কৃষকের ৩টি হালের বলদ ও ১টি গাভী চুরি করে নিয়ে গেছে। সোমবার রাতে চোরেরা প্রথমে কৃষক সফর আলীর বাড়িতে হানা দেয়। তারা সফর আলীর গোয়াল ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ২টি হালের বলদ ও ১টি গাভী চুরি করে নিয়ে যায়। একই রাতে পাশের বাড়ির ওয়েছ চৌধুরীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১টি ষাড় চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এক রাতে দুই বাড়িতে গরু চুরির ঘটনায় কৃষকদের মাঝে চোর আতঙ্ক দেখা দিয়েছে।