নিজস্ব প্রতিবেদক : বাহুবলে র্যাবের হাতে গাঁজাসহ ৫মাদক কারবারী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে বাহুবলের পশ্চিম জয়পুর পীর বাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- পশ্চিম জয়পুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫), একই গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল আহাদ (৪২), চুনারুঘাটের বড় আবদা গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (৩০), একই গ্রামের গাজী মিয়ার ছেলে আক্তার মিয়া (২৩) ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের কেলু মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৪)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেসনোটে জানান, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জ জেলার বাহুবল’সহ আশেপাশের থানা এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল ওই সময়ে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের ২ কেজি গাঁজাসহ আটক করেন। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।