দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মরহুম নিম্বর আলী তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মরহুমের শায়েস্তাগঞ্জস্থ বাসভবনে কোরআন খানী, মিলাদ মাহফিলের আয়োজনা করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম নিম্বর আলী তালুকদার হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশালের সরকারে ব্যবস্থা প্রবর্তন করলে হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
মরহুম নিম্বর আলী তালুকদার হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বহু স্কুল কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।