নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলার মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন কর্তৃক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বৃহস্পতিবার (২০ আগস্ট) উপস্থিত থেকে নবীগঞ্জ-হবিগঞ্জ রোড খালিক মঞ্জিল সিএনজি স্টেশনের এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
অধিকাংশ সিএনজি ও বাসের যাত্রী এবং পথচারীদের তৎক্ষনাত মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।