কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন ও সংরক্ষনের অভিযোগে ২ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ জন মহিলাও রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২ঃ৩০ ঘটিকায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতকাপন গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় মনি রবি দাশ ও পলাশ রবি দাশ নামে দুজনকে গাজা (১কেজি) ও চোলাই মদ (৩ লিটার) সংরক্ষণ ও সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তায় ছিলেন বাহুবল মডেল থানার এস আই শাহ আলীসহ একদল পুলিশ।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান,মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সুজন/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু