বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ১শত বিশ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস,আই মোঃ শাহ্ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম ভাদেশ্বর, উজিরপুর, কবিরপুর এবং সাতপাড়িয়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার পশ্চিম ভাদেশ্বের গ্রামের মৃত রহমত আলীর পুত্র মোঃ জুনাব আলী (৩২), উজিরপুর গ্রামের মৃত মশরফ উল্লার পুত্র আব্দুস সালাম (৩২) ও কবিরপুর গ্রামের ইমান আলীর পুত্র জসিম উদ্দিন (৩১) গ্রেফতার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জুনাব আলী, আব্দুস সালাম ও জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।