নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রাম থেকে মালিকবিহীন একটি প্রাইভেটকার(যার নাম্বার ঢাকা মেট্রো গ-১৩-২০০৬) উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে থানার কদমতলী গ্রামে মাদ্রাসার কাছে রাস্তার উপর রাখা সিলভার কালার প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
স্থানীয় চার গ্রামের সভাপতি বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন (মতিন মেম্বার) জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে গ্রামের কয়েকজন যুবক রাস্তায় রাখা মালিকবিহীন প্রাইভেটকারটি দেখে গ্রামের মুরুব্বিদের খবর দেয়। পরে বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করলে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মালিকবিহীন প্রাইভেটকারটি উদ্ধার করা হলেও পরে মালিক পাওয়া গেছে। কাগজ পত্র যাচাই বাচাই করে গাড়ীটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।