হামিদুর রহমান, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের পাঠানহাটি থেকে ১১ কেজি গাঁজা সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান মঙ্গলবার ভোরে গোপন সুত্রে খবর ধর্মঘর বিওপির হাবিলদার মোশারফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একদল জোয়ান উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের আব্দুল মন্নাফের স্ত্রী বিলকিস বেগম(৫৫), একই গ্রামের কালা মিয়ার ছেলে তারা মিয়া(৫৭) আটক করে।
ওইদিন দুপুরে আটককৃতদের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলামের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক বিলকিস বেগম কে ৬ মাস ও তারা মিয়া কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।