আকিকুর রহমান রুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ।
১৫ আগস্ট দিনের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পঞ্জলী দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন ও সাধারন সম্পাদক সাইম হাসান পুলক।
পরবর্তীতে উপজেলা প্রশাষনের আয়োজনে শোকসভায় অংশগ্রহন করেন সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মী।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,প্রশাসনের নেতৃবৃন্দ।
এছাড়াও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাত‘টায় আয়োজিত শোকসভায়ও সভাপতি মামুন ও সাধারন সম্পাদক পুলকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ যোগদান করেন।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু