বাহুবল( হবিগঞ্জ)প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ ১৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধা কমান্ড চত্বরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পক্ষ থেকে পূশ্পস্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নুর মানিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ওসি ( তদন্ত) আলমগীর কবির, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে বক্তব্য রাখেন, শাহ নেওয়াজ গাজী মিলাদ এমপি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খৃস্টফার হিমেল রিছিল, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব নুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রুমন রায়, সাবরেজিস্টার আব্দুস সামাদ আজাদ, তথ্য কর্মকর্তা জয়া সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী, ইউআরসি নজরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, আজমল হোসেন চৌধুরী, অধ্যক্ষ আব্দর রব শাহীন, মাওলানা শফিকুল ইসলাম, মাস্টার মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন আব্দুল আহাদ ও গীতাপাঠ করেন রতন আচার্য।
সাজিদ/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু