বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর নামকস্থানে প্রাইভেটকার চাপায় অজ্ঞাতপরিচয়(৩২)এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। এ ঘটনার পর পরই স্থানীয় জনতা কার ও চালককে আটক করে।
তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রাস্তা পারাপারে সময় সিলেটগামী একটি প্রাইভেটকার যার নাম্বার (চট্ট মেট্রো-১১-০১৭৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত প্রতিবন্ধী যুবক ভিক্ষুক বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এজাজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চত করেছেন।