নবীগঞ্জ প্রতিনিধি ॥ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জুমের মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে যোগদান করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী, কৃষি অফিসার মাকসুদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, জাবেদুল আলম চৌধুরী সাজু, শিক্ষক বদরুল আলম, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাকারিয়া হোসেন বকুল প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজীর অনুমতিক্রমে ১২ জনকে যুবঋন এবং অনলাইন সাংস্কৃতিক, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান ও বৃক্ষরোপন করা হয়।
এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন, নবীগঞ্জ পৌরসভা,মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
মুন্না/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু