নিবন্ধনের পরও এবছর হজে যেতে পারছেন না ৩০ হাজার হজযাত্রী। এসব হজযাত্রীকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেছেন, ২০১৬ সালের হজে এসব যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।
নিয়ম অনুযায়ী এক লাখ এক হাজার ৭৫৮ জন প্রতিবছর হজে যেতে পারবেন। কিন্তু এবছর ৩০ হাজার বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।