কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় বাহুবল মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে,উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান,তথ্য আপা কর্মকর্তা মায়া সাহা,বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, ওসি তদন্ত আলমগীর কবির, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া প্রমুখ।
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাহুবল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নিয়াজুজ্জামান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ,হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হাশিম । সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, ডাঃ কনক চাপা নুর মিথিলা, নার্সিং সুপার মধুমিতা ভান্ডারী,স্টাফ নার্স লুৎফা বেগম, এইচআই হরিপদ বসু,টিএলসিএ সাঈদ আহমেদ, অফিস সহকারী জাহেদুর রহমান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি আব্দুর নুর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি সহ দলীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন দিনভর মিলাদ মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আলোচনা সভার আয়োজন করে।
এছাড়াও মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ, ডিএন আাই,ফতেহপুর আদর্শ বিদ্যালয়, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করেছে।
সুজন/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু