নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আজমিরীগঞ্জ উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নের বাজারে বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷
অভিযানে মূল্য তালিকা না থাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা এবং স্বাস্থ্য বিধি না মানার দায়ে ৪ প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড করা হয়।
আজমিরীগঞ্জ থানার এস.আই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।