তওবা কি? কিভাবে করবেন?
তওবা মানে ফিরে আসা। যাপিত জীবনে আমরা অনেক ভুল করি বা হয়ে যায়।
আর এ ভূল বা মন্দ কাজ থেকে মাপ চেয়ে ফিরে আসার নামই তওবা।
তওবার জন্য কারো কাছে যেয়ে তওবার বাক্য পাঠ নয়। শিক্ষার জন্য যেতে পারেন।
তওবা হলো একান্তে আল্লাহর কাছে কৃত কর্মের জন্য ক্ষমা চাওয়া আর ঐ কাজে ফিরে না যাওয়ার মনোভাব সৃষ্টি করা।অর্থাৎ সেই কাজ পুনরায় না করা।
তাহলেই আশা করা যায় তওবা সঠিকভাবে হয়েছে।
তবে তওবার কয়েকটি শর্ত পালন করা আবশ্যকিয়।
শর্ত সমুহ হলো
১। পাপ পরিত্যাগ করা এবং কখনো পাপ না করার আন্তরিক সিদ্ধান্ত গ্রহণ করা।
২। পাপের জন্য অনুতপ্ত হওয়া।
৩।পাপের সাথে কোনো মানুষের বা সৃষ্টির অধিকার জড়িত থাকলে তা ফেরত দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়া।
৪।মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
শর্তগুলো পুরণ করে তওবা করলে আাশা করা যায় আল্লাহ তায়ালা ক্ষমা পাওয়া যাবে।
তবে অবশ্যই হালাল খাবার গ্রহণ করতে হবে।
লেখক,
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান
এডভোকেট।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
ও জজ কোর্ট হবিগঞ্জ।