নিজস্ব প্রতিনিধি : দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সবুজে বাঁচি সবুজ বাঁচাই,নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা ব্যাপী একযুগে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জে কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীরের পরিচালনায় ১৩ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় বাহুবল মডেল থানায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।এতে থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহরের কাশিমুল উলুম মাদরাসা, নিউ ভিশন হাই স্কুল, শাহ জালাল রহঃ জামে মসজিদ সহ কিছু পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপন করা হয়।
এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে হোসাইন মির্জা ,ইশতিয়াক আহমদ,ফরহাদ তালুকদার,এমরান তালুকদার,আল আমিন,আব্দুল্লাহ আল মামুন সহ আরো অসংখ্য সমাজসেবক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।