রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে টি.আর কর্মসূচির আওতায় নির্মিত অসহায় দরিদ্র গৃহহীন দের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ঘর ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়।
(১৩ ই আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে মাননীয় বেসামরীক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী জননেতা জনাব এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিব মানুষের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।
উক্ত অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার, মাধবপুর থানার কর্মকর্তারা,মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, এছাড়াও মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও উক্ত চাবি হস্তান্তর অনুষ্টানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী সহ একে একে উক্ত উনুষ্ঠানে তাদের বক্তব্য প্রদান করেন।
রুবেল/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু