নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে দেড় লক্ষাধিক টাকার গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে নিয়োজিত একটি সিএনজিচালিত অটোরিক্সা (হবিগঞ্জ-থ-১১-১০২৭) আটক করা হয়। রবিবার রাত ১০টায় র্যাব-৯ এর সিনিয়র এএসপি মোঃ হায়তুন নবী’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার ফান্দ্রাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে জসিম (২৬), মকসুদ আলীর ছেলে বিলাল (২৬), নয়ানী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ আবুল হোসেন (২৭) ও জমসেরপুর গ্রামের রহিম আলীর ছেলে আল আমিন (১৮)। আটককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।