দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে দু্ইজন সাংবাদিক যোগদান করেছেন।
বুধবার (১২আগষ্ট) বেলা ১১টায় বানিয়াচং বড়বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা করেন সাংবাদিকরা।
ক্লাবে নতুন সদস্য নেয়ার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন উপস্থিত বানিয়াচং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বানিয়াচং প্রেসক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুইজন সাংবাদিককে তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সাধারণ সদস্য হিসেবে যোগদান করান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যরা।
বানিয়াচং প্রেসক্লাবে যোগদানকৃত সাংবাদিকরা হলেন- দৈনিক সিলেট নিউজ টুয়েন্টিফোর, আজকের তাজাখবর ডট কম ও সাপ্তাহিক প্রিন্ট প্রথমসেবার বানিয়াচং প্রতিনিধি দিলোয়ার হোসাইন, দৈনিক খোয়াই এর বানিয়াচং প্রতিনিধি মুজিবুর রহমান ।
সভায় উপস্থিত ছিলেন মখলিস মিয়া, আশিকুল ইসলাম, ফরহাদ হোসেন সুমন,শেখ জোবায়ের জসিম, আব্দুল মালেক, আজমল হোসেন খান,সাহিদুর রহমান, তাওহীদ হাসান,এড তুহিন, মাজহারুল ইসলাম অপু, সৈয়দ সুহেল রানা,তাপস হোম, আতাউর রহমান, সফিকুল ইসলাম শফিক, তৌহিদুর রহমান পলাশ, শেখ আক্তার হোসেন আল হাদী, কবি এম এ ঠাকুর , সাব্বির চৌধুরী ,আকলিস মিয়া, আজহার উদ্দিন শিমুল,হৃদয় হাসান শিশির, শেখ সজিব, হৃদয় খান সহ বানিয়াচং প্রেসক্লাবে যোগদানকৃত দুই সাংবাদিক।
দিলোয়ার/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ