আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকেঃ করোনা পরিস্থিতিতে প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। বাইর বের হলে মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা জারি করেছে সরকার। সরকারী নির্দেশনা অমান্য করলে নির্দেশনা অমান্যকারীকে জরিমানা করা হয়।
করোনা পরিস্থিতির শুরু থেকেই নবীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্যকারীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেম শাস্তি দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১১আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এবং শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করার ব্যাপারে সর্তক করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস.আই মো. ওয়াদুদসহ একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন জানান, মাস্ক পরিধান না করা ব্যাক্তিদের ও স্বাস্থ বিধি না মানায় কয়েকটি ব্যবসা প্রতিষ্টানের কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
মিঠু/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু